ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

খেলা

প্রস্তুতি ম্যাচে মামুনুলদের প্রতিপক্ষ মালয়েশিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, জুন ২৩, ২০১৫
প্রস্তুতি ম্যাচে মামুনুলদের প্রতিপক্ষ মালয়েশিয়া

ঢাকা: ৩ সেপ্টেম্বর অষ্ট্রেলিয়ার পার্থে বিশ্বকাপ ও এশিয়াকাপের বাছাইপর্বের ম্যাচে অষ্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের পতাকাবাহীরা। তবে এর আগে মালয়েশিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিতে চাচ্ছে ক্রুইফ বাহিনী।



মঙ্গলবার (২৩ জুন) বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, 'অষ্ট্রেলিয়া খেলতে যাওয়ার আগে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিতে চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ বিষয়ে আমরা মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করেছি। তারা দুই একদিনের মধ্যেই বিষয়টি নিশ্চিত করবে। '

তবে ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে তিনি জানান, 'অষ্ট্রেলিয়া যাওয়ার সময়ই আমরা (৩ সেপ্টেম্বরের আগে) মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে অংশ নিতে চাই। ম্যাচটি অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার মাটিতেই। '

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৩ জুন ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।