ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

খেলা

কোপা আমেরিকায় প্রাইজমানি থাকছে না!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, জুন ২৩, ২০১৫
কোপা আমেরিকায় প্রাইজমানি থাকছে না! ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার শীর্ষ চার দলকে ১০ মিলিয়ন ডলার প্রাইজমানি দেওয়ার কথা থাকলেও সে অবস্থান থেকে সরে এসেছে দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন (কনমেবল)। উরুগুয়ের সংবাদমাধ্যম ‘লা ওভাসিওন’র বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে ফক্স স্পোর্টস।



পর্যাপ্ত ফান্ড বা তহবিল না থাকায় কনমেবল’র ২০১৫ কোপা আমেরিকায় প্রাইজমানি দেওয়ার সক্ষমতা নেই বলে ‍উল্লেখ করা হয়। এই সংকটের কারণ হিসেবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র দুর্নীতির ইস্যুটি তুলে ধরা হয়।

চিলিতে চলমান ৪৪তম কোপা আমেরিকা টুর্নামেন্টে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ৪ মিলিয়ন, রানারআপ টিম ৩ মিলিয়ন, তৃতীয় হওয়া দল ২ মিলিয়ন ও চতুর্থ স্থান অর্জনকারী দলের ১ মিলিয়ন ডলার পাওয়ার কথা।

ফক্স স্পোর্টসে উল্লেখ করা হয়, আর্থিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো প্রাইজমানির উৎস। কিন্তু, ফিফা’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে‍ কেন্দ্র করে তদন্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও সাধারণ প্রসিকিউশন বিভাগ। যার ফলে এই গ্রীষ্মকালীন মৌসুম থেকে এসব প্রতিষ্ঠান থেকে প্রাইজমানির ফান্ডের কার্যক্রম বন্ধ রয়েছে। এই কারণেই কনমেবল অর্থের যোগান পাচ্ছে না।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।