ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

খেলা

মেসির চোখে বিপজ্জনক আলো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, জুন ২৭, ২০১৫
মেসির চোখে বিপজ্জনক আলো! ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসির হাত ধরে কোপা ‍আমেরিকা আসরের সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের নির্ধারিত সময়ে গোল শুন্য থাকলেও পেনাল্টিতে আলবেসেলিস্তারা ৫-৪ ব্যবধানে জয় লাভ করে।

তবে ম্যাচ চলাকালীন মেসির চোখে বিপজ্জনক লেজার পেনের সবুজ আলো লক্ষ্য করা গেছে। যা আর্জেন্টাইন অধিনায়ককে বিভ্রান্ত করার প্রচেষ্টা ছিল।

কলম্বিয়ান সমর্থকরা বার্সেলোনার তারকার চোখে এমন আলো ফেলে বিভ্রান্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২৮ বছরের এ তারকা এর আগেও ইউরোপে বার্সার হয়ে খেলার সময় লেজার পেনের আলো দ্বারা সমস্যায় পড়েছিলেন। যদিও কলম্বিয়ার বিপক্ষে এ ম্যাচে ১৪বারের কোপা চ্যাম্পিয়নদের হয়ে প্রথম পেনাল্টি থেকে গোল করেন মেসি।

২০১৩ সালে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় সংস্থা উয়েফা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছিল, স্টেডিয়ামে ভিতর কোন প্রকার লেজার পেন ব্যবহার করা যাবে না।

লেজার পেনের এই সবুজ আলো খুবই তীব্র হয়ে থাকে। আর এটি দুই মাইল পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারে। তবে এ আলো দ্বারা চোখের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাকে এ আলো দ্বারা লক্ষ্য করা হয় সে সাময়িক সময়ের জন্য অন্ধও হয়ে যেতে পারেন।

এদিকে মেসির আগে ক্রিস্টিয়ানো রোনালদো, মারিও বালেতেল্লি ও ন্যানির মত তারকাদের এ লেজার আলো দ্বারা লক্ষ্যভেদ করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।