ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

খেলা

কমনওয়েলথ দাবায় রানী হামিদের স্বর্ণ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, জুলাই ১, ২০১৫
কমনওয়েলথ দাবায় রানী হামিদের স্বর্ণ জয়

ঢাকা: কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৫’র সিনিয়র গ্রুপে আন্তর্জাতিক নারী গ্র্যান্ডমাস্টার রানী হামিদ স্বর্ণপদক লাভ করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) রাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের সিনিয়র গ্রুপে (উর্ধ্ব-৬০ বছর) বাংলাদেশের আন্তর্জাতিক নারী গ্র্যান্ডমাস্টার রানী হামিদ স্বর্ণ জয় করেন।

তিনি প্রথম হয়ে এ স্বর্ণপদক লাভ করেছেন।

রানী হামিদ ৯ খেলায় ৫ পয়েন্ট অর্জন করে এ পদক পান। এ গ্রুপে ভারতের দেব শিব শংকর রৌপ্য এবং মালয়েশিয়ার লিম কিয়ান হয়া ব্রোঞ্জ পদক পেয়েছেন।

এবারের কমনওয়েলথ দাবায় বাংলাদেশের হয়ে মোট দুটি পদক এসেছে। এর মধ্যে সিনিয়র গ্রুপে রানী হামিদ স্বর্ণ এবং ওপেন অনুর্ধ্ব-১২’তে তিতাসের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
ইয়া/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।