ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

খেলা

নেদারল্যান্ডসের নতুন কোচ ব্লাইন্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, জুলাই ২, ২০১৫
নেদারল্যান্ডসের নতুন কোচ ব্লাইন্ড ছবি: সংগৃহীত

ঢাকা: নেদারল্যান্ডস ফুটবল দলের প্রধান কোচ করা হয়েছে ড্যানি ব্লাইন্ডকে। ২০১৮ সাল পর্যন্ত ৫৩ বছরের ব্লাইন্ডকে কোচের জন্য মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে, রয়েল ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি)।



কেএনভিবি’র এক বিবৃতিতে জানানো হয়, ‘ডাচ ফুটবলের জন্য নতুন কোচ হিসেবে ড্যানি ব্লাইন্ডকে নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির সভাপতি ব্রেট ভ্যান ওস্তেভান আরো জানান, আমরা ডাচ একজন ফুটবলারকে কোচ হিসেবে নিতে পেরে দারুণ খুশি। ’

এর আগে ডাচ দল ইউরো ২০১৬ বাছাই পর্বে খারাপ পারফরম্যান্স করায় সোমবার (২৯ জুন) সাবেক কোচ গাস হিডিঙ্ককে বহিষ্কার করে কেএনভিবি। হিডিঙ্ক দ্বিতীয় মেয়াদে ডাচদের কোচ হলেও তেমন কোন সফলতা পাননি।

ইউরো বাছাই পর্বে গ্রুপ ‘এ’তে থাকা নেদারল্যান্ডস তৃতীয় অবস্থানে রয়েছে। তিন পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে চেক প্রজাতন্ত্র। আর পাঁচ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে বিস্ময় জাগানো আইসল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।