ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

খেলা

উইলিয়ামসের গোলে বিশ্বমঞ্চে তৃতীয় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, জুলাই ৫, ২০১৫
উইলিয়ামসের গোলে বিশ্বমঞ্চে তৃতীয় ইংল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ফারা উইলিয়ামসের পেনাল্টি গোলে জার্মানিকে হারিয়ে ফিফা নারী বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারায় ইংলিশরা।



কানাডায় অনুষ্ঠিত এ ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ১০৮ মিনিটের মাথায় পেনাল্টি লাভ করে ইংল্যান্ডের নারী ফুটবলাররা। আর সে সুযোগকে কাজে লাগিয়ে জার্মানির জালে বল জড়ান ফারা উইলিয়াসম।

তবে, ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের দখলেই রেখেছিল জার্মানি। ৫৪ শতাশ বলের নিয়ন্ত্রণ রেখে ম্যাচে একরকম প্রভাব বিস্তার করে জার্মানরা। ইংল্যান্ডের গোলবার লক্ষ্য করে সাতবার শট নেন তারা। পুরো ম্যাচে এগারোটি কর্নার পেলেও কোনো গোল আদায় করতে পারেনি ৠাংকিংয়ের শীর্ষে থাকা দলটি।

এ জয়ের ফলে বিশ্বমঞ্চে ৩১ বছর পর তৃতীয় হয়ে আসর শেষ করল ইংল্যান্ড।

ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে জাপান এবং যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ০৫ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।