ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

খেলা

সেরা ফুটবলারের পুরস্কার নিতে চাননি মেসি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, জুলাই ৬, ২০১৫
সেরা ফুটবলারের পুরস্কার নিতে চাননি মেসি! সংগৃহীত

ঢাকা: দীর্ঘ ২২ বছর পর আর্জেন্টিনার সামনে শিরোপা খরা কাটানোর সহজ একটি সুযোগ এসেছিল। তবে কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক চিলির বিপক্ষে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে শিরোপা স্বপ্ন অধরাই রয়ে যায় আলবেসেলিস্তাদের।

তাই টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কারও নিতে চাননি দলটির অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টাইন অনলাইন নিউজ পোর্টাল এমওয়ানের বরাত দিয়ে জানানো হয়, বার্সেলোনা তারকা মেসিকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দিতে চাইলেও চারবারের ব্যালন ডি’অর জয়ী তা প্রত্যাখ্যান করেন। একটি ভিডিওতে দেখা যায় পুরস্কারের ট্রফিটি স্টেজে থাকলেও পরে তা সরিয়ে নেওয়া হয়।

এদিকে মেসি কোপা আমেরিকায় নিজের সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন। যদিও চিলিতে আর্জেন্টিনা ছিল সফল একটি দল। দলের হয়ে ছয়টি ম্যাচ খেলে ২৮ বছরের এ তারকা মাত্র একটি গোল করেন।

কোপায় মেসির পারর্ফম খারাপ থাকলেও সর্বশেষ ক্লাব মৌসুমে কাতালানদের হয়ে তিনি ট্রেবল শিরোপা জিতেছিলেন। আর কোপার ৪৪তম আসরে চেয়েছিলেন মূল দলের হয়ে প্রথম কোন শিরোপা জিততে। আসরের আগে জানান দেন, আর্জেন্টাইন নতুন জেনারেশনের জন্য এ শিরোপাটি জিততে।

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। তবে শিরোপা নির্ধারণী সে ম্যাচে জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরে আর্জেন্টাইনদের স্বপ্ন ভঙ্গ হয়।

স্টেজ থেকে ট্রফি সরিয়ে নেওয়ার ভিডিও:



বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।