ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

খেলা

মেসির ওপর অলসতার ছাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, জুলাই ১০, ২০১৫
মেসির ওপর অলসতার ছাপ লিওনেল মেসি / ছবি: সংগৃহীত

ঢাকা: এত কাছে, তবু এত দূর! লিওনেল মেসির ক্ষেত্রে এ কথাটিই কেবল ঘুরে ফিরে আসছে। বিশ্বকাপের পর কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া হওয়ার দায়টা যে তার ওপরই অনেকাংশে বর্তায়।

অধিনায়কের দায়িত্ব নিয়ে যিনি আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনিই কিনা বারবার ব্যর্থ হচ্ছেন।

অনেকেই এ ব্যর্থতার পেছনে ফাইনালে মেসির নিষ্প্রভতাকে দায়ী করছেন। এবার সমালোচকদের কাতারে স্বয়ং আর্জেন্টাইন অধিনায়কের নানা অ্যান্তোনিও কুচ্চিতিনি। তার মতে, কোপার ফাইনালে মেসির অলসতার কারণেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি আর্জেন্টিনা।

চিলির বিপক্ষে ২২ বছরের শিরোপা খরা কাটানোর সুবর্ণ সুযোগ ছিল মেসি-মাশ্চেরানোদের সামনে। কিন্তু, সে আশাই গুড়েবালি। গোলশূন্য ফাইনালে টাইব্রেকারে জিতে প্রথমবারের মতো কোপা জয়ের উল্লাসে মাতে চিলিয়ানরা।

এক সাক্ষাৎকারে কুচ্চিতিনি বলেন, ‘কোপার ফাইনালে মেসির আরো ভালো করা উচিৎ ছিল। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সে অলসতার পরিচয় দিয়েছে। আমার বিশ্বাস, দীর্ঘ অনেক বছর পর জাতীয় দলকে শিরোপা এনে দিতে নিজের সেরাটা দিতে পারত। শুধুমাত্র ফাইনালই না, শেষ তিনটি ম্যাচে তার পারফরম্যান্স খারাপ ছিল এবং সে ছিল অলস। ’

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।