ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

খেলা

শোয়েইনির পর ম্যানইউতে ডারমিয়ান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, জুলাই ১২, ২০১৫
শোয়েইনির পর ম্যানইউতে ডারমিয়ান ছবি: সংগৃহীত

ঢাকা: তুরিনো থেকে চার বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন মাত্তিও ডারমিয়ান। তবে, ইতালিয়ান ডিফেন্ডারের সঙ্গে ম্যান‌ইউর আর্থিক চুক্তির বিষয়টি এখনো জানা যায়নি।

এর আগে বায়ার্ন মিউনিখের জার্মান তারকা বাস্তিয়ান শোয়েনস্টাইগারকে দলে ভেড়ায় রেড ডেভিলসরা।

গত শুক্রবার (১০ জুলাই) ম্যানচেস্টারে পৌঁছান ডারমিয়ান। পরদিন ম্যানইউ ও ইতালিয়ান ক্লাব তুরিনো ট্রান্সফারের বিষয়ে সম্মত হয়। অবশেষে রোববার ২৫ বছর বয়সী এ রাইট ব্যাককে চূড়ান্তভাবে দলভুক্ত করে ইংলিশ জায়ান্টরা।

এক সাক্ষাৎকারে ডারমিয়ান বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পেরে আমার স্বপ্ন সত্যি হয়েছে। তুরিনোর হয়ে কাটানো সময়টা সব সময় মনে থাকবে। ক্লাব ও সমর্থকদের কাছে আমি কৃতজ্ঞ। লুইস ফন গালের মতো কোচের অধীনে খেলতে পারব ভেবে আমি খুবই উচ্ছ্বসিত। ’

গত মৌসুমে অ্যাঙ্গেল ডি ‍মারিয়া, মার্কোস রোহোদের মতো তারকাদের দলে এনে দলবদলের বাজারে তাক লাগিয়ে দেয় ম্যানইউ। এবারও সে পথেই হাঁটছে ইংলিশ জায়ান্টরা। এখন পর্যন্ত সবচেয়ে বড় চমক শোয়েনস্টাইগার। সামনে ওল্ড ট্রাফোর্ডে অন্য কোনো তারকার আবির্ভাব ঘটবে কিনা সেটিই দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।