ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

খেলা

মেসিতে অনুপ্রাণিত ব্রাজিলিয়ান লুকাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, জুলাই ১২, ২০১৫
মেসিতে অনুপ্রাণিত ব্রাজিলিয়ান লুকাস

ঢাকা: ব্রাজিলিয়ান খেলোয়াড় যদি চিরপ্রতিদ্বন্দ্বী ‍আর্জেন্টিনার ফুটবলার দ্বারা অনুপ্রাণিত হন তাহলে তো বিষয়টি বেশ কৌতুহলজনকই বটে। ত‍া কে এই ব্রাজিলিয়ান? কোনো আনাড়ি খেলোয়াড় নন।

এ যে স্বয়ং ব্রাজিলেরই অন্যতম উদীয়মান তারকা লুকাস মৌরা। ২২ বছর বয়সী এ উইঙ্গার ক্লাব পর্যায়ে খেলেন ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে।

লুকাস নিজেই জানিয়েছেন, তিনি আর্জেন্টাইন  অধিনায়ক লিওনেল মেসির দ্বারা অনুপ্রাণিত। পিএসজি তারকা মেসিকে রীতিমত প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন। একই সঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

এক সাক্ষাৎকারে লুকাস বলেন, ‘মেসি নিঃসন্দেহে বিশ্বের সেরা খেলোয়াড়। আমি এ আর্জেন্টাইনের খেলা প্রচুর দেখি এবং শেখার চেষ্টা করি। গতি ও ড্রিবলিংয়ে সে যেকোনো সময়ই ম্যাচের চেহ‍ারা বদলে দিতে পারে। সরাসরি ড্রিবলিংয়ের ক্ষেত্রে তার সঙ্গে আমার মিল রয়েছে। ’

ব্রাজিলিয়ান উইঙ্গার আরও বলেন, ‘আমি বল পায়ে দ্রুতগতির ফুটবল খেলতে পছন্দ করি। তাই এমন খেলোয়াড়কেই অনুকরণ করি। মেসি তার মধ্যে অন্যতম। সে ছাড়াও জ্লাতান ইব্রাহিমোভিচের খেলা আমার ভালো লাগে। ক্লাব সতীর্থ থিয়াগো সিলভা ও থিয়াগো মোত্তাসহ অনেকেই আমাকে আরো পরিণত হয়ে উঠতে সহায়তা করছে। ’

বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ারও ইচ্ছা প্রকাশ করেন লুকাস। ‘প্রত্যেক ফুটবলারেরই বিশ্বসেরা হওয়ার স্বপ্ন থাকে। আমার মধ্যেও এ বিশ্বাসটা রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।