ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

খেলা

গ্যালাক্সির হয়ে জেরার্ডের অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, জুলাই ১৩, ২০১৫
গ্যালাক্সির হয়ে জেরার্ডের অভিষেক ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যারিয়ারের দ্বিতীয় কোন ক্লাবের হয়ে অভিষেক হলো অভিজ্ঞ ফুটবলার স্টেভেন জেরার্ডের। নিজ দেশ থেকে ৮ হাজার ৫০০ কিলোমিটার দুরে আমেরিকান সকার ক্লাব লা গ্যালাক্সির হয়ে মাঠে নামলেন সাবেক এ লিভারপুল তারকা।

রোববারের এ ম্যাচ দেখতে প্রচুর দর্শক সমাগম হয়।

এ ব্যাপারে গ্যালাক্সির কোচ ব্রুস এরিনা বলেন, ‘জেরার্ডের প্রথমবারের মত বাইরে খেলতে আসাটা ছিল দারুণ উৎসাহমূলক। তাকে মনে হচ্ছিল সে এখানকারই ফুটবলার ‍ছিল আর তার নেতৃত্ব অসাধারণ। সে ম্যাচে কিছু সুযোগও তৈরী করেছিল। ’

ম্যাচে জেরার্ড ৪৫ মিনিট খেলেছিলেন। তার অসাধারণ পারফরম্যান্সে গ্যালাক্সি প্রীতি ম্যাচে মেক্সিকান ক্লাবের বিপক্ষে ২-১ গোলে জিতে। তবে ম্যাচে সাবেক ইংল্যান্ড অধিনায়ক গোল না করতে পারলেও তার পুরোনো ক্লাব সতীর্থ রবি কেন একটি গোল করেছিলেন।

এর আগে ১৯৯৮ থেকে ২০১৫ পর্যন্ত লিভারপুলের হয়ে ৫০৪টি ম্যাচ খেলেছিলেন জেরার্ড। এ সময় তিনি অ্যনফিল্ডের হয়ে ১২০টি গোল করেছিলেন। তবে গত মৌসুম শেষে অল রেডস ছাড়েন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।