ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

খেলা

রিয়ালেই ক্যাসিয়াসের অবসর, চেয়েছিলেন পেরেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, জুলাই ১৪, ২০১৫
রিয়ালেই ক্যাসিয়াসের অবসর, চেয়েছিলেন পেরেজ ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের হয়ে ক্যারিয়ার শুরু করা ইকার ক্যাসিয়াস এ মৌসুমে পোর্তোতে পাড়ি দিয়েছেন। প্রিমেইরা লিগের দলটির হয়ে দুই বছরের জন্য চুক্তি করেছেন এ অভিজ্ঞ গোলরক্ষক।

তবে ক্যাসিয়াস সান্থিয়াগো বার্নাব্যু ত্যাগ করুক এমনটি চাননি রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ। তিনি জানান, ৩৪ বছরের এ তারকা এখানেই অবসরে যাক আমি তা চেযেছিলাম।

ক্যাসিয়াস রিয়াল ছাড়ায় তার সমর্থকরা মনে করছেন, এর পেছনে পেরেজেরই হাত রয়েছে। অন্যদিকে এ তারকার শৈশবের ক্লাব ত্যাগে একই অভিযোগ তুলেছেন তার পরিবারও।

এদিকে ভিন্ন কথা বলছেন পেরেজ। তিনি জানান, ক্যাসিয়াস ক্লাব ছাড়ুক আমি এমনটি কখনোই চাইনি। এটা তার নিজের সিদ্ধান্ত।

পেরেজ বলেন, ‘গত দু’বছর তার ওপর প্রচুর চাপ গেছে। আমি তার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে আমি চেয়েছিলাম সে এখানেই অবসরে যাক। ’

তিনি আরো বলেন, ‘কেউ ক্যাসিয়াসকে ক্লাব ত্যাগ করার জন্য বলেনি। পোর্তো থেকে তার জন্য প্রস্তাব এসেছে এবং আমরা ব্যাপারটি বিবেচনা করেছি। সে এই ক্লাবের জন্য সব করেছে। একই ঘটনা রাউলের সময়ও হযেছিল। তবে কেউ যেতে চাইলে তাকে আটকে রাখা যায় না। ’

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।