ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

খেলা

টিম বিজেএমসির কাছে মালদ্বীপের হার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, জুলাই ২৩, ২০১৫
টিম বিজেএমসির কাছে মালদ্বীপের হার

ঢাকা: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আমন্ত্রণে এবং মালদ্বীপ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দল ঢাকা সফরে এসেছে। ঢাকায় অবস্থানকালীন সময়ে প্রতিদিন মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দলের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রশিক্ষণ কর্মসূচী চলমান রয়েছে।

সেই সঙ্গে  বাংলাদেশের বিভিন্ন মহিলা হ্যান্ডবল দলের সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দলকে ২১-১৬ গোলে হারিয়েছে বাংলাদেশের টিম বিজেএমসি।

বিজয়ী দল প্রথমার্ধে ১৩-৭ গোলে এগিয়ে ছিল। ম্যাচ শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দলের পরের ম্যাচ ২৪ জুলাই বাংলাদেশ যুব মহিলা হ্যান্ডবল দল এবং ২৫ জুলাই বাংলাদেশ জাতীয় মহিলা হ্যান্ডবল দলের বিপক্ষে। প্রথমটি বিকেল ৪টায় ও দ্বিতীয় ম্যাচটি শুরু হবে রাত পৌনে ৯টায়। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে।

শুক্রবার ম্যাচ শেষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ. কে. এম. নূরুল ফজল বুলবুল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
 
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।