ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

খেলা

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ম্যানইউর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, জুলাই ১৮, ২০১৫
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ম্যানইউর জয় ছবি : সংগৃহীত

ঢাকা: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন কাপে ক্লাব আমেরিকাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়াশিংটনের সেন্ট্রুলিংক ফিল্ডে ম্যানইউর হয়ে এদিন অভিষেক হয় মরগান শেচেনন্ড্রিলিন, মেমফিস ডিপে, মেত্তো ডারমিয়ান ও বাস্তিয়ান শোয়েইনস্টাইগারের।



ডিপে ও ডারমিয়ানকে খেলার দ্বিতীয়ার্ধে মাঠে নামান কোচ লুইস ফন গাল। আর প্রথম কোন জার্মান ফুটবলার হিসেবে অভিষেক হলো শোয়েইনস্টাইগারের। খেলার দ্বিতীয়ার্ধে জার্মান জাতীয় দলের এ মিডফিল্ডার দারুণ আশা জাগান। তবে তিনি গোল করতে ব্যর্থ হন।

এদিন পুরো ম্যাচে দাপট দেখায় ‍ইংলিশ জায়ান্টরা। সেই সুবাদে খেলার প্রথমেই লিড নেয় দলটি। হুয়ান মাতার ক্রস থেকে জয়সূচক অসাধারণ গোলটি করেন মরগান শেচেনন্ড্রিলিন। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।