ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

খেলা

কোস্টারিকাকে হারিয়ে সেমিফাইনালে মেক্সিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, জুলাই ২০, ২০১৫
কোস্টারিকাকে হারিয়ে সেমিফাইনালে মেক্সিকো ছবি: সংগৃহীত

ঢাকা: কনকাকাফ গোল্ড কাপে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে কোস্টারিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো মেক্সিকো। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে জয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন আন্দ্রেস গুয়ারদাদো।



অন্যদিকে একই মাঠে ত্রিনিদাদ এন্ড টোবেকোকে ট্রাইবেকারে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে পানামা। আসরটির দ্বিতীয় সেমিফাইনালে পানামার বিপক্ষে লড়বে মেক্সিকো।

এদিন খেলার নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় রেফারি অতিরিক্ত আরো ৩০ মিনিটের বাঁশি বাজান। তবে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে(১২০)পেনাল্টি থেকে গোল করে মেক্সিকোকে জয় পাইয়ে দেন গুয়ারদাদো।

এ ম্যাচটিতে রেফারি দু’দলের মোট ১১ জন ফুটবলারকে হলুদ কার্ড দেখান।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।