ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

খেলা

কলকাতায় দ্রগবা নাকি কাকা?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, জুলাই ২৫, ২০১৫
কলকাতায় দ্রগবা নাকি কাকা?

ঢাকা: ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এ যোগ দিতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির সাবেক তারকা দিদিয়ের দ্রগবা। আইএসএল-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো দ্য কলকাতার হয়ে দেখা যেতে পারে দ্রগবাকে।



এছাড়া সৌরভ গাঙ্গুলির কলকাতায় আরও দেখা মিলতে পারে ব্রাজিলের তারকা কাকাকে।

টুর্নামেন্টের দ্বিতীয় আসরে বিগ বাজেটের টিম গড়ার ইচ্ছা রয়েছে কলকাতার। আর সে লক্ষ্যেই আইভরি কোস্টের অধিনায়ক দ্রগবাকে ১০ লক্ষ মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছে কলকাতা।

তবে, সম্প্রতি চেলসি ছেড়ে মেজর লিগ সকারের কোনো ক্লাবে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করা দ্রগবার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তার এজেন্ট জানিয়েছেন, চেলসি ছাড়ার পর দেশের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা দ্রগবা মেজর লিগ সকারের শিকাগো ফায়ার কিংবা মন্ট্রিলের দলে যোগ দিতে চাইছেন।

এদিকে, কলকাতার মালিক সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, দ্রগবাকে বিপুল পরিমান অর্থ প্রস্তাব করার পরও যদি তাকে দলে ভেড়াতে না পারি তবে, আমরা চেষ্টা করব ব্রাজিলের কাকার সঙ্গে যোগাযোগ করার। ৩৭ বছর বয়সী আইভরি কোস্টের স্ট্রাইকারকে না পেলে কাকাকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে।

ইংলিশ ক্লাব চেলসির কিংবদন্তি তারকা দ্রগবা দুই মেয়াদে ব্লুজদের হয়ে খেলেছেন ৩৭৯টি ম্যাচ, যেখানে তার গোল সংখ্যা ১৬৪টি। তারকা এ স্ট্রাইকার চেলসির হয়ে চারটি প্রিমিয়ার লিগ ও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন।

আইএসএলের নতুন আসর শুরু হতে যাচ্ছে ০৩ অক্টোবর। তবে, বিদেশি ফুটবলারদের সঙ্গে দলগুলোর চূড়ান্ত চুক্তির শেষ দিন ধার্য করা হয়েছে ৩১ জুলাই।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৫ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।