ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশের স্ট্যাটাস স্মরণে আইসিসি’র টুইট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
বাংলাদেশের স্ট্যাটাস স্মরণে আইসিসি’র টুইট

ঢাকা: ১০ নভেম্বর ২০০০। বাংলাদেশ ক্রিকেটের জন্য স্মরণীয় একটি দিন।

এদিন টেস্ট ক্রিকেটে দশম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে নাম লেখায় বাংলাদেশ। কালের পরিক্রমায় এরপর পনেরো বছর পেরিয়ে গেলেও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) মানদণ্ড অর্জন করতে না পারায় এ ‘স্ট্যাটাস’ অর্জন করতে পারেনি আর কোনো দেশ।

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের দিনটি স্মরণ করে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে টুইট করেছে আইসিসি। টাইগার ক্রিকেটকে সম্মান জানিয়ে সে সময়ের দলের ফ্রেমবন্দি ‘দুর্লভ’ ছবিটিও টুইটে উঠে এসেছে।

নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন ওই ছবিতে আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন, এনামুল হক মনি, জাভেদ ওমর বেলিম গোল্লা, হাসিবুল হোসের শান্তকে দেখা যাচ্ছে।

টেস্ট ক্রিকেট ইতিহাসে এক হাজার ৫১২তম ওই টেস্টে সফরকারী ভারতের কাছে বাংলাদেশ ৯ উইকেটে হারলেও ক্যারিয়ারের প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতক হাঁকিয়ে সবার নজরে আসেন আমিনুল ইসলাম বুলবুল। শুধু তাই নয় হাবিবুল বাশার সুমনের ৭১, আকরাম খানের ৩৫, খালেদ মাসুদের ৩২, শান্তর ২৮ রানের ইনিংসের উপর ভর করে প্রথম ইনিংসের চারশ’ রানের স্কোর ‘অভিজ্ঞ’ দলের পরিচয় দেয় বাংলাদেশ।

যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানে অলআউট হলে প্রথম ইনিংসে ২৯ রানের লিড নেওয়া সফরকারীরা ৯ উইকেটের সহজ জয় তুলে নেয়।

প্রথম টেস্টের কোনো খেলোয়াড়ই বর্তমানে মাঠ দাঁপিয়ে না বেড়ালেও কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে।

পনেরো বছরে ৯৩টি টেস্ট খেলা বাংলাদেশের ঝুলিতে এখন পর্যন্ত জয় ৭টি। ২০০৫ সালের ৬ জানুয়ারি চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ রানের বিশাল জয় দিয়ে শুরু। এরপর ২০০৯ সালে বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের মাটিতে হারানো। সবশেষ ২০১৪ সালে সফরকারী জিম্বাবুয়েকে টানা তিন টেস্টে হারায় টাইগাররা। এছাড়া মিমাংসা হয়নি ১৫টি টেস্টের।

৫ নভেম্বর সবশেষ আপডেট অনুযায়ী, এক হাজার ২৬ পয়েন্ট নিয়ে টেস্টে বর্তমানে বাংলাদেশের অবস্থান নবম।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।