ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পেলে-ম্যারাডোনা-রোনালদোর উপরে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
পেলে-ম্যারাডোনা-রোনালদোর উপরে মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসি। ফুটবলে একের পর এক আন্তর্জাতিক পুরস্কার জিতে যাচ্ছেন বার্সেলোনার সুপারস্টার মেসি।

শুধু মাঠে নয়, মাঠের বাইরেও বেশ জনপ্রিয় আর্জেন্টাইন অধিনায়ক। তার প্রমাণ পাওয়া গেল বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ওয়েবসাইট গোলডট কমের পাঠক জরিপে।

গোল ডটকমের ‘গোল ফিফটি’ পুরস্কার তৃতীয়বার জেতার কয়েকদিনের মধ্যে মেসি ব্যালন ডি অরের তিনজনের চূড়ান্ত তালিকায় জায়গা করে নেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই লা লিগার সেরা ফুটবলারের পুরস্কার জেতেন বার্সার সুপারস্টার। শুধু তাই নয়, গত মৌসুমে বার্সার হয়ে ট্রেবল জয়ে অসাধারণ ভূমিকা রাখা এ ফুটবল জাদুকর জিতে নেন লা লিগায় ২০১৪-১৫ মৌসুমের সেরা স্ট্রাইকারের পুরস্কারটিও।

প্রথম ফুটবলার হিসেবে চারবার ব্যালন ডি’অর পুরস্কার লাভ করা মেসিকে গোলডট কমের পাঠকরা বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে রায় দিয়েছেন ‘সর্বকালের সেরা ফুটবলার’ হিসেবে।

২৮ বছর বয়সী মেসি সর্বোচ্চ ৫২ শতাংশ ভোট পেয়ে রবার্তো ব্যাজিও, বেকেনবাওয়ার, ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়েগো ম্যারাডোনা, পেলে, জোহান ক্রুইফ, রোনালদো (ব্রাজিল), জিনেদিন জিদান আর হুগো সানচেজদের মতো বিশ্বখ্যাত তারকাদের পেছনে ফেলেছেন।

‘সর্বকালের সেরা ফুটবলার’ হিসেবে মোট ভোট গণনা হয় ১ লাখ ৩ হাজার ৬১১টি। এরমধ্যে মেসির পক্ষেই রায় দিয়েছেন ৫৩ হাজার ৯০৪ জন।

রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা রোনালদো পাঠক জরিপে ১১ শতাংশ ভোট পেয়ে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তৃতীয় অবস্থানে রয়েছেন ৮ শতাংশ ভোট পাওয়া আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। এক শতাংশ কম ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে আর ৬ শতাংশ ভোটে পঞ্চম স্থানে রয়েছেন ফ্রান্সের জিনেদিন জিদান।

এছাড়া ‘সর্বকালের সেরা ফুটবলার’ হিসেবে ব্রাজিলের আইডল ফুটবলার রোনালদো ৪ শতাংশ, ম্যানচেস্টার ইউনাইটেডের জর্জ বেস্ট ২ শতাংশ, ইতালিয়ান কিংবদন্তি রবার্তো ব্যাজিও ২ শতাংশ, রিয়ালের সাবেক ‘গোলমেশিন’ আলফ্রেডো ডি স্টিফানো ১ শতাংশ আর পশ্চিম জার্মানির সাবেক অধিনায়ক বেকেনবাওয়ার ১ শতাংশ ভোট পেয়ে তালিকার শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ০৫ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।