ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হিগুয়েইনের জোড়া গোলেও নাপোলির হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
হিগুয়েইনের জোড়া গোলেও নাপোলির হার ছবি: সংগৃহীত

ঢাকা: পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারে ব্যর্থ হলো নাপোলি। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বোলোগনার বিপক্ষে ৩-২ গোলে হারের লজ্জায় ডোবে মাউরিজিও সারির শিষ্যরা।

তিন গোলে পিছিয়ে থেকে শেষদিকে গঞ্জালো হিগুয়েইনের জোড়া গোলেও হার এড়াতে পারেনি নাপোলি।

বোলোগনার মাঠে ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে নাপোলি। ১৪ মিনিটের মাথায় স্বাগতিকদের লিড এনে দেন ইতালিয়ান স্ট্রাইকার মাতিয়া দেস্ত্রো। পাঁচ মিনিট বাদেই ব্যবধান দ্বিগুন করেন ডিফেন্ডার লুকা রোসেতিনি।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে নিজের জোড়া গোল আদায় করে প্রতিপক্ষের ম্যাচে ফেরার লক্ষ্যে আঘাত হানেন দেস্ত্রো। তবে ৮৭ ও ৯০ মিনিটে হিগুয়েইনের জোড়া গোলের সুবাদে ঘুরে দাঁড়ায় ভিজিটররা। তবে সমতা আনতে পাঁচ মিনিটের ইনজুরি সময়ের শেষ অবধি চেষ্টা চালিয়েও বোলোগনার ডিফেন্স দেয়াল ভাঙতে ব্যর্থ হয় নাপোলি।

১৫ ম্যাচ শেষে ৯ জয়, তিন ড্র ও দুই পরাজয়ে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি। সমান ম্যাচে ১৬ পয়েন্টে পনের নম্বরে বোলোগনা। শীর্ষে থাকা ইন্টার মিলানের সংগ্রহ ৩৩ পয়েন্ট।

আগামী ১৩ ডিসেম্বর (রোববার) নিজেদের পরবর্তী ম্যাচে রোমার মুখোমুখি হবে নাপোলি। সাও পাওলো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।