ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লেভানোডফস্কির তিন মিনিটের ম্যাজিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
লেভানোডফস্কির তিন মিনিটের ম্যাজিক ছবি: সংগৃহীত

ঢাকা: ৬ ম্যাচে সর্বোচ্চ ১৫ পয়েন্ট পাওয়া গ্রুপ ‘এফ’ থেকে চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে বায়ার্ন মিউনিখ শেষ ষোলোতে মাঠে নামবে। ২-০ গোলের ব্যবধানে জার্মান জায়ান্ট দলটি হারিয়েছে স্বাগতিক হিসেবে খেলতে নামা ডাইনামো জাগরেবকে।



জাগরেবের মাঠে আতিথ্য নিয়ে জয় পাওয়া ম্যাচের নায়ক বায়ার্নের লেভানোডফস্কি। পোল্যান্ডের ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার দুটি গোলই করেন।

সম্প্রতি গিনেস বুক অব রেকর্ডস থেকে এক ম্যাচে ভিন্ন চারটি রেকর্ডের মালিক হয়ে ভিন্ন ভিন্ন চারটি বিশ্বরেকর্ডের সার্টিফিকেট পান লেভানোডফস্কি। সে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে একাই দলের হয়ে ৫টি গোল করেন। বিরল এ দৃষ্টান্ত রাখা পোলিশ স্ট্রাইকার বায়ার্নের হয়ে প্রায় প্রতি ম্যাচের গোল করে যাচ্ছিলেন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জাগরেবকে হারাতে বিশ্বরেকর্ডধারী লেভানোডফস্কি ম্যাচের ৬১ ও ৬৪ মিনিটে গোল দুটি করেন। আর এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা। তবে, ৮৮ মিনিটে থমাস মুলার পেনাল্টির সুযোগ নষ্ট না করলে ব্যবধানটা বাড়াতেই পারতো বায়ার্ন।

শেষ ষোলোতে বায়ার্নের সঙ্গী হয়েছে ৬ ম্যাচে ৯ পয়েন্ট অর্জন করা ইংলিশ ভেফারিট আর্সেনাল। গানারদের সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও নকআউট পর্বে যেতে ব্যর্থ হয়েছে গোল ব্যবধানে পিছিয়ে থাকা অলিম্পিয়াকোস। গ্রুপের শেষ দল জাগরেব ৬ ম্যাচে অর্জন করেছে ৩ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।