ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আবারো ফিটনেস সমস্যায় মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আবারো ফিটনেস সমস্যায় মেসি ছবি : সংগৃহীত

ঢাকা: গত মাসেই ইনজুরি কাটিয়ে লম্বা বিরতি শেষে মাঠে ফেরেন লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর পর আরো চারটি ম্যাচ খেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে বায়ার লেভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে হ্যামস্ট্রিং সমস্যায় ভোগেন মেসি। যদিও পুরো নব্বই মিনিট খেলেই তিনি মাঠ ছাড়েন।

লেভারকুসেনের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের প্রথম গোলটি আসে মেসির পা থাকে। এ ম্যাচে বার্সেলোনার বেশিরভাগ তারকা খেলোয়াড়ই থাকেন বিশ্রামে। অনুশীলনে ইনজুরি আক্রান্ত হওয়ায় দলে ছিলেন না নেইমার। স্কোয়াডে থাকলেও লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও হাভিয়ের মাশ্চেরানোকে মাঠে নামাননি কোচ লুইস এনরিক। তাই মেসির কাঁধে একটা বাড়তি চাপ তো ছিলই।

ম্যাচ চলাকালীন বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন মেসি। এতেই দলের সেরা তারকার ফিটনেস সমস্যা বার্সা শিবিরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তবে ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি।

আগামী শনিবার (১২ ডিসেম্বর) লা লিগার ম্যাচে দেপোর্তিভো লা করুণার মুখোমুখি হবে বার্সা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত ৯টায় খেলা শুরু হবে। এ ম্যাচে শুরুর একাদশে থাকার ওপরই হয়তো মেসির ফিটনেস ঘাটতির বিষয়টি নির্ভর করবে! পাঁচদিন পরই ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে মাঠে নামবে গত মৌসুমের ট্রেবল জয়ীরা।

প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে ভুগে ৭-৮ সপ্তাহের জন্য ছিটকে যান মেসি। প্রায় দু’মাসের বিরতি শেষে ২১ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে বদলি (৫৭ মিনিটে) হিসেবে মাঠে নামেন। বার্নাব্যুতে অনুষ্ঠিত মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে গ্যালাকটিকোদের ৪-০ গোলে বিধ্বস্ত করে এনরিকের শিষ্যরা। মেসি গোলবঞ্চিত থাকলেও নেইমারের জোড়া গোলের পাশাপাশি রিয়ালের জালে বল পাঠান সুয়ারেজ ও ইনিয়েস্তা।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।