ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লঙ্কানদের জয়ে বিদায় মালয়েশিয়ার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
লঙ্কানদের জয়ে বিদায় মালয়েশিয়ার ছবি: কাসেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশকে দারুণ এক ‘উপহার’ দিয়েছে শ্রীলঙ্কা। বঙ্গবন্ধু গোল্ড কাপের গ্রুপপর্বের ম্যাচে লঙ্কানরা ২-১ গোলে হারিয়েছে মালয়েশিয়াকে।

ফলে, গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো মালয়েশিয়াকে। আর সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ এবং নেপাল। কারণ, আগেই বিদায় নিয়েছিল লঙ্কানরা।

শুক্রবার (১৫ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে মাঠে নামে শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া। ম্যাচের প্রথমার্ধে এক গোল করে এগিয়ে থাকা লঙ্কানরা দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে। তবে, ম্যাচের ৮২ মিনিটের মাথায় এক গোল শোধ করে পরাজয়ের ব্যবধান কমায় মালয়েশিয়া।

প্রথমার্ধে এলএএনডি বান্দ্রার গোলে এগিয়ে যায় শ্রীলঙ্কা। ৬২তম মিনিটে চামেরার ক্রস থেকে গোল আদায় করেন মিডফিল্ডার এসি সানজানা। তবে, ৮২তম মিনিটে বদলি খেলোয়াড় মোহাম্মদ হাদিনের তুলে মারা বল থেকে হেড করে মালয়েশিয়ার ব্যবধান কমান নুর ফজলে ইলিয়াস।

বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ১৫ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।