ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ জয়ের ‘সরল অংক’

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বঙ্গবন্ধু গোল্ডকাপ জয়ের ‘সরল অংক’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় দল। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শেষ চারে উঠেছে মামুনুল ইসলামরা।

তবে, কেবল গ্রুপ পর্বই নয়, লাল-সবুজের প্রতিনিধিদের বঙ্গবন্ধু গোল্ডকাপের চ্যাম্পিয়ন হওয়ার ‘সরল অংক’ দেখালেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় শফিকুল ইসলাম মানিক। আসরের শুরুটা ভাল না হলেও সামনের ম্যাচগুলোর প্রতিপক্ষ ও টাইগারদের শক্তি বিচার করে এ অংক দেখাচ্ছেন তিনি।

গোল্ডকাপ শুরুর আগে ডিসেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে চাপে ছিল বাংলাদেশ জাতীয় দল। কিন্তু গোল্ডকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-২ গোলে জয় নিয়ে সেই চাপ কিছুটা কাটিয়ে ওঠে মারুফুল হকের শিষ্যরা। অবশ্য, শ্রীলঙ্কার বিপক্ষে পারফরম্যান্স ভাল হলেও পরের দুই ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব আশানুরূপ দেখাতে পারেনি লাল-সবুজ বাহিনী।

মানিক বলছেন, দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার দল ফেলদার সঙ্গে ১-১ গোলে ড্র করতে হয়েছে বাংলাদেশকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করতে হয়েছে। এ দু’টি খেলাই দলের শতভাগ না দেওয়ার প্রমাণ।

তার কথা, শ্রীলঙ্কা, নেপালের অনূর্ধ্ব-২৩ এবং মালয়েশিয়ার ক্লাব পর্যায়ের দলটির চাইতে সব বিবেচনায় সেরা হয়েও মাঠে আমরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছি। বিশেষত গতবারের তুলনায় মালয়েশিয়ার ফেলদা বেশ দুর্বল দল ছিল। দলটির বিপক্ষে আমাদের জয় পাওয়া উচিত ছিল।

তবে ‘অতীত’ ভুলে মানিক সামনের করণীয় নিয়েই ভাবছেন। তার মন্তব্য, সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। এই দলটির বিপক্ষে আধিপত্য দেখিয়ে জেতা উচিত মামুনুলদের। কারণ, শক্তিমত্তা, অভিজ্ঞতা ও মাঠের কৌশল, সবদিক বিবেচনায় বাংলাদেশ এগিয়ে।

লাল-সবুজের সাবেক এ প্রতিনিধি বলছেন, সেমিতে বাহরাইনের বিপক্ষে জিতেতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে পাবে বাংলাদেশ। সেই ম্যাচেও অনায়াসে জয় পাওয়া উচিত আমাদের। এই প্রত্যাশাটা এ কারণে যে, আমাদের দল এখন অনেক সুসংগঠিত। আর মালদ্বীপ এসেছে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। তাছাড়া, গতবছরের বিশ্বকাপ বাছাই থেকে শুরু করে সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দলটির সঙ্গে খেলে মামুনুলদের বোঝাপড়াও বেশ ভাল হয়েছে বলা যায়।   সেসব বিবেচনায় বাংলাদেশ জাতীয় দলের গোল্ডকাপে চ্যাম্পিয়ন হওয়ার হিসাবটা সহজ, জেতা উচিত।

এদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারের আসরে জাতীয় দল সেমিফাইনাল নিশ্চিত করেলেও গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে নতুন অংশ নেওয়া বাংলাদেশ অলিম্পিক দল বা অনূর্ধ্ব-২৩ দল। ‘বি’ গ্রুপে থাকা এই দলটি প্রথম ম্যাচে বাইরাইনের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে হেরে পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পড়ে। এতে এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে পড়তে হয় তাদের।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।