ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

খেলা

ইব্রার গোলে পিএসজি’র কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, জানুয়ারি ১৭, ২০১৬
ইব্রার গোলে পিএসজি’র কষ্টার্জিত জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রেঞ্চ লিগ ওয়ানে কষ্টার্জিত জয়ের দেখা পেল প্যারিস সেন্ট জার্মেই। জ্লাতান ইব্রাহিমোভিচের একমাত্র গোলে টোওলোয়েসের বিপক্ষে ১-০ গোলে জিতে টানা পাঁচ ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো লরা ব্লার শিষ্যরা।



শনিবার রাতে স্টেডিয়াম মিউনিসিপালে আতিথিয়েতা নিতে যায় পিএসজি। তবে প্রতিপক্ষে রক্ষণাকত্মক কৌশলে আক্রমণ করেও কোন গোলের দেখা পাচ্ছিল না পিএসজি।

কিন্তু দলের ত্রাতা হয়ে খেলার ৭৩ মিনিটে ডেভিড লুইজের অ্যাসিস্টে হেডের মাধ্যমে দারুণ এক গোল করে দলের লিড পাইয়ে দেন সুইডিশ স্ট্রাইকার ইব্রা। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এ জয়ের ফলে ২১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা ‍অ্যান্জার্স সমান ম্যাচে ২৩ পয়েন্ট পিছিয়ে ৩৪ পয়েন্টে রয়েছে। এবারের লিগে এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি পিএসজি।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।