ঢাকা: গ্রুপ পর্ব শেষ। এবার পালা শেষ চার বা নক আউট পর্বের।
বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারের আসরের শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষে ৪-২ গোলের জয় দিয়ে হলেও শেষের দুই ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ততটা চমকপ্রদ ছিলনা। যতটা এদেশের ফুটবল প্রেমীরা প্রত্যাশা করেছিলেন। কেননা, গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার ক্লাব পর্যায়ের দলের সঙ্গে ১-১ গোলে ড্র’র পর শেষ ম্যাচে নেপালের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে গোলশূণ্য ড্র করেও ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই নিশ্চিত করেছে শেষ চার।
আর শেষচারের প্রথমটিতে বাংলাদেশ দলের প্রতিপক্ষ বাহরাইন, যেখানে জয়ের বিকল্প কিছুই না ভেবে ফাইনালে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করলেন লাল-সবুজের কোচ মারুফুল হক, ‘টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলাম, আমরা সেমিফাইনালে খেলবো। করে দেখিয়েছি। এখন বলছি আমরা ফাইনালে খেলবো। আশা করছি, আমাদের ছেলেরা সেটাও করে দেখাবে। ’
রোববার (১৭ জানুয়ারি) বাফুফে ভবনে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এই কোচ আরও জানান, ‘প্রতিপক্ষ হিসেবে বাহরাইনকে আমরা সম্মান করছি। কারণ তাদেরও সামর্থ্য আছে এই ম্যাচ জেতার। তবে এই ম্যাচে তাদের বিপক্ষে জয় পেতে ছেলেরা তাঁদের শতভাগ দিয়েই খেলবে। ’ বাহরাইনের বিপক্ষে বাংলাদেশ একাদশে পরিবর্তন আনার ইঙ্গিতও ব্যক্ত করেন মারুফুল হক।
এদিকে, সেমিফাইনালের ম্যাচ থেকেই নির্ধারিত ৯০ মিনিটের সমতা ভাঙতে থাকছে অতিরিক্ত সময় এবং টাইব্রেকার। বাহরাইনের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটেই বাংলাদেশ জয় পাবে নাকি জয়ের জন্য টাইব্রেকার বা অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে? উত্তরে মারুফুল বললেন ‘আমরা ৯০ মিনিটের মধ্যেই জিততে চাই। ’
কোচের কথার সুর ধরে অধিনায়ক মামুনুল ইসলাম বললেন, ‘সাফে ব্যর্থতার চাপ কাটিয়ে উঠতে আমাদের প্রথম ম্যাচ জেতা দরকার ছিল, জিতেছি। সেমিফাইনালে যাওয়া দরকার ছিল সেটাও করেছি। এবার আমাদের সামনে একটাই লক্ষ্য, আর সেটি হল ফাইনাল নিশ্চিত করা। ’
বাহরাইনের বিপক্ষে জয় নিয়ে ফাইনালে যেতে আপনারা কতটুকু প্রস্তুত? উত্তরে মামুনুল জানালেন, ‘ফুটবল গোলের খেলা। গোল করলেই ফাইনাল নিশ্চিত হবে। এই ম্যাচে আমরা সেই লক্ষ্যেই মূলত খেলব। আর সেমিফাইনালে দলটির বিপক্ষে জয় পেতে যতটুকু ফিটনেস থাকা দরকার তা আমাদের দলের আছে। ’
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৬
এইচএল/আরএম