ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্যাম্প ন্যু’তে সংবর্ধনা পেলেন বর্ষসেরা মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ক্যাম্প ন্যু’তে সংবর্ধনা পেলেন বর্ষসেরা মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জয়ের পর প্রথমবার ক্যাম্প ন্যু’তে খেলেছেন লিওনেল মেসি। লা লিগার ম্যাচে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৬-০ গোলে বার্সেলোনার জয়ের ম্যাচে ঘরের মাঠে সদ্য পাওয়া ব্যালন ডি’অর পুরস্কারটি নিয়ে আসেন আর্জেন্টাইন অধিনায়ক।



গত ১১ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছলে ফেলে বর্ষসেরা হন মেসি। আর রোববার ৬৮ হাজার ১৯জন দর্শকের সামনে ট্রফিটি উঁচিয়ে ধরেন তিনি।

কম যাননি স্টেডিয়ামে থাকা সমর্থকরাও। মেসিকে সম্মান জানাতে তারা বিশাল এক ব্যানার নিয়ে আসেন। যেখানে মেসিকে উদ্দ্যেশ্য করে লেখা ‘শুভেচ্ছা লিও’।

ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ আগে এমন সংবর্ধনা পান ২৮ বছর বয়সী মেসি। এ সময় তার পেছনে ছিলেন দলের অন্য তারকারাও। হাততালি দিয়ে মেসিকে আরও উৎসাহিত করেন বার্সা ফুটবলাররা।

ম্যাচে খেলার শুরুতেই পেনাল্টি থেকে একটি গোল করে দলকে লিড পাইয়ে দেন মেসি। তবে এদিন খেলার দ্বিতীয়ার্ধে কোচ লুইস এনরিক তাকে মাঠ থেকে তুলে নেন। ম্যাচে হ্যাটট্রিক করেন লুইস সুয়ারেজ। আর একটি করে গোল পান নেইমার ও ইভান রাকিটিচ।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৬
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।