ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

খেলা

রোনালদোর কাছে ঋণী মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, জানুয়ারি ১৯, ২০১৬
রোনালদোর কাছে ঋণী মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্কটা দারুণ। এমনটিই জানালেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো নিজেই।

ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসির বক্তব্য অনুবাদ করে দেওয়া রোনালদো আরও জানান, সে সময় আমি তার কাছ থেকে মজা করে পারিশ্রমিক চেয়েছিলাম।

বিশ্ব ফুটবলের বিগত কয়েকটি বছরে শাসন করে আসছেন মেসি ও রোনালদো। আর ব্যালন ডি’অরের পুরস্কারটিও তারা দু’জনে গত আটবার ভাগাভাগি করে আসছেন।

লা লিগায় স্পোর্টিং গিজনের বিপক্ষে রিয়ালের ৫-১ গোলে জয়ের পর রোনালদো বলেন, ‘আমাদের সম্পর্কটা অনেক ভালো। আমরা সব সময় নিজেদের মধ্যে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি। তবে গত কয়েক বছর আমাদের বন্ধুত্বটা আরও গভির হয়েছে। ’

সুইজারল্যান্ডের জুরিখে ব্যালন ডি’অরের অনুষ্ঠানে একই সঙ্গে মঞ্চে উঠেছিলেন রোনালদো, মেসি ও নেইমার। আর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা জানান, মঞ্চে বার্সেলোনা স্ট্রাইকারদের রক্ষা করেছিলেন তিনি।

পর্তুগিজ অধিনায়ক রোনালদো আরও বলেন, ‘আমরা যখন মঞ্চে উঠি মেসি ও নেইমার তখন ইংরেজিতে কথা বলতে পারছিলোনা। সে সময় আমি তাদের ভাষা অনুবাদ করে দিচ্ছিলাম। আর পরে আমি তাদের বলেছিলাম, ভাষা অনুবাদের জন্য তোমরা আমাকে পারিশ্রমিক দিতে ভুলো না। ’

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।