ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আট দলের অংশগ্রহণে দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আট দলের অংশগ্রহণে দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী রোববার থেকে পল্টনস্ত কাবাডি স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘ওয়ালটন দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ-২০১৫’।

এই লিগটি গেল বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানা কারণে সেটি করতে পারেনি কাবাডি ফেডারেশন।

অবশেষে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে লিগটি। ২৪ জানুয়ারি শুরু হয়ে লিগ চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

বুধবার (২০ জানুয়ারি) এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সদস্য-সচিব মো. স্বপন খানসহ অন্যান্য কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ওয়ালটন গ্রুপ বিভিন্ন টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করে আসছে। আমাদের জাতীয় খেলা কাবাডির সঙ্গে ওয়ালটন গ্রুপ শুরু থেকেই সম্পৃক্ত হয়েছে এবং হচ্ছে। কখনো ওয়ালটনের ব্যানারে আবার কখনো মার্সেল এর ব্যানারে বিভিন্ন কাবাডি প্রতিযোগিতার আয়োজন করছি। কাবাডি আমাদের জাতীয় খেলা, দেশীয় খেলা। আর ওয়ালটন আমাদের দেশের কোম্পানি। তাই কাবাডিকে এগিয়ে নিতে ওয়ালটন ভবিষ্যতেও সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবে। আমরা ওয়ালটন গ্রুপ বিশ্বাস করি কাবাডি একদিন অনেক দূর এগিয়ে যাবে। ’

ওয়ালটনের প্রশংসা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, ‘ওয়ালটন গ্রুপ দ্বিতীয় বিভাগ কাবাডি লিগের পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে ওয়ালটন গ্রুপকে সব সময়ই আমরা পাশে পাই। আশা করছি ভবিষ্যতেও ওয়ালটনকে আমাদের পাশে পাব। ’

এবারের এই ওয়ালটন দ্বিতীয় বিভাগ কাবাডি লিগে আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হল-আলী স্পোর্টিং ক্লাব, গুলিস্তান স্পোর্টিং ক্লাব, আইডিয়াল ক্রীড়া চক্র,  মনিরুজ্জামান ক্রীড়া চক্র, সান সাইন স্পোর্টিং ক্লাব, মুরাদনগর একাদশ, সোনালী রিক্রিয়েশন ক্লাব ও জেবি স্পোর্টিং ক্লাব।

আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলা অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। সেখানে ‘ক’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ‘খ’ গ্রুপের রানারআপ দলের মুখোমুখি হবে। আর ‘ক’ গ্রুপের রানারআপ দল ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে। সেমিফাইনালে বিজয়ী দুই দল ২৮ জানুয়ারি ফাইনালে মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন ও রানারআপ দল প্রথম বিভাগে উত্তীর্ণ হবে।

এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।