ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

কন্তের সঙ্গে চুক্তি করতে রাজি চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
কন্তের সঙ্গে চুক্তি করতে রাজি চেলসি ছবি : সংগৃহীত

ঢাকা: ক্লাবের পরবর্তী কোচ নির্ধারণে অ্যান্তোনিও কন্তের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে নীতিগতভাবে সম্মত হয়েছে চেলসি। ২০১৬ ইউরো শেষেই ইতালির সঙ্গে কন্তের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

এরপরই স্ট্যামফোর্ড ব্রিজে উড়াল দিতে পারেন ৪৬ বছর বয়সী এ ইতালিয়ান।

জুভেন্টাসে তিন মৌসুম কাটিয়ে ২০১৪ সালে ইতালির জাতীয় দলের কোচের দায়িত্ব নেন কন্তে। তার অধীনে তিন মৌসুমেই সিরি আ’র শিরোপা জিতেছিল জুভিরা। ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরো (১০ জুন-১০ জুলাই) শেষেই কন্তের চুক্তির মেয়াদ শেষ হবে। এর পরই চেলসিতে গাস হিডিঙ্কের স্থলাভিষিক্ত হতে পারেন তিনি।

গত বছরের ডিসেম্বরে হোসে মরিনহোকে কোচের পদ থেকে বরখাস্ত করে চেলসি। দ্বিতীয় মেয়াদে ব্লুজদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন গাস হিডিঙ্ক। তবে দীর্ঘমেয়াদে যোগ্য কোচের সন্ধানে চেলসির মালিক রোমান আব্রামোভিচ। প্রথমে চিলির কোপা আমেরিকা জয়ী কোচ জর্জ সাম্পাওলির সঙ্গে দিয়েগো সিমিওনের নাম ওঠে আসে।

তবে সিমিওনকে ধরে রাখার দৃঢ় প্রত্যয়ই ব্যক্ত করে অ্যাতলেতিকো। এরই মধ্যে কন্তের সঙ্গে আলোচনা শুরু করে ইংলিশ জায়ান্টরা। শেষ পর্যন্ত ইতালি কোচের সঙ্গেই চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে চেলসি। এখন কী তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়াটাই বাকি রইলো?

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরএম

** চেলসিতে সিমিওনের পরিবর্তে ইতালি কোচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।