ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

খেলা

বিকেএসপিতে ব্যতিক্রমধর্মী প্রমীলা খেলা অনুষ্ঠিত

আশুলিয়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, জুন ২৩, ২০১৬
বিকেএসপিতে ব্যতিক্রমধর্মী প্রমীলা খেলা অনুষ্ঠিত

সাভার: ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস ডে-২০১৬ উপলক্ষে আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী প্রমীলা ক্রিকেট ও ফুটবল খেলা।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমান ইনডোর স্পোর্টস এরিনাতে প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন।

বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘ স্বীকৃত এ দিবসটি পালন করছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

দিবসটি উপলক্ষে বিকেএসপির প্রমীলা ক্রিকেট দলের সঙ্গে আমন্ত্রিত প্রমীলা ক্রিকেট একাদশ এবং বিকেএসপি প্রমীলা ফুটবল একাদশের সঙ্গে জাতীয় প্রমীলা অনূর্ধ্ব-১৬ ফুটবল একাদশের খেলার আয়োজন করা হয়। খেলায় বিকেএসপি প্রমীলা ক্রিকেট একাদশ ১০ উইকেটে আমন্ত্রিত প্রমীলা ক্রিকেট একাদশকে পরাজিত করে। অপরদিকে ফুটবলে বিকেএসপি ও জাতীয় প্রমীলা অনূর্ধ্ব-১৬ দলের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয় ।

বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীরা ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ খেলা উপভোগ করেন।

খেলা শেষে প্রমীলা খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এমজেডআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।