ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

খেলা

আরচ্যারিতে স্বর্ণ, শ্যুটিংয়ে রৌপ্য পেল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, জুলাই ৯, ২০১৬
আরচ্যারিতে স্বর্ণ, শ্যুটিংয়ে রৌপ্য পেল বাংলাদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: ষষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমসে আরচ্যারি বিভাগে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। রাশিয়ায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে বিকেএসপি’র মোঃ হাকিম আহমেদ রুবেল ও রাদিয়া আক্তার শাপলা জুটি রিকার্ভ মিক্সড ইভেন্টে স্বর্ণপদক জেতেন।

বাংলাদেশের আরচ্যার জুটি স্বাগতিক রাশিয়াকে ৫-১ সেট পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে  ভুটানকে ৬-০ সেট পয়েন্টে, শেষ আটে রাশিয়াকে ৬-২ সেট পয়েন্টে এবং সেমিফাইনালে দি ইস্টার্ন ফেডারেল স্টেটকে ৫-১ সেট পয়েন্টে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে।

শ্যুটিংয়ে বাংলাদেশের হয়ে বিকেএসপির  মোঃ আবু সুফিয়ান  ১০ মিটার এয়ার রাইফেল (একক) এ রৌপ্যপদক লাভ করেন। প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান বিকেএসপি পরিবারের পক্ষ থেকে স্বর্ণ ও রৌপ্য পদক জয়ী খেলোয়াড় ত্রয়ীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।