ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

খেলা

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ বাছাই গোপালগঞ্জে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, জুলাই ২১, ২০১৬
‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ বাছাই গোপালগঞ্জে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান সাঁতারুদের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’-এর  বাছাই অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা মহিলা কমপ্লেক্সের সুইমিং পুলে এ বাছাই অনুষ্ঠিত হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন এ প্রতিযোগিতার আয়্জেন করে। প্রতিযোগিতায় ৩ শতাধিক সাঁতারু অংশ নেন।

এর মধ্যে থেকে ১৭ জন সাঁতারু নির্বাচন করে তাদের ইয়েস কার্ড দেওয়া হয়েছে। এরা পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্তি জেলা প্রশাসক মো. মোজাম্মেল হক।

সেখানে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আমীনুল ইসলাম, টিম লিডার কমান্ডার এস এম মাহমুদুর রহমান, সুইমিং ফেডারেশনের কর্মকর্তা লায়লা নুর প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক এম বি সাইফ বি।  

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।