ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

খেলা

জয় দিয়ে রিও প্রস্তুতি শেষ করলেন বোল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, জুলাই ২৩, ২০১৬
জয় দিয়ে রিও প্রস্তুতি শেষ করলেন বোল্ট উসাইন বোল্ট-ছবি:সংগৃহীত

ঢাকা: চোটের কারণে গতিদানব উসাইন বোল্ট রিও অলিম্পিকে খেলতে পারবেন তো? এমন একটি শঙ্কা জেগেছিল। তবে শঙ্কাকে দূরে ঠেলে ঠিকই বীরের বেশে জয় সঙ্গী করলেন তারকা এ অ্যাথলেট।

লন্ডনে ২০০ মিটার দৌড় ১৯.৮৯ সেকেন্ডে শেষ করে জিতেছেন বোল্ট।

জয়ের সময়টা হয়তো মনে ধরেনি বোল্টের। তবে রিওর আগে নিজেকে ফিরে পেয়ে বেশ খুশি বোল্ট। কারণ ক’দিন আগেই ইনজুরির কারণে নিজ দেশ জ্যামাইকার ট্রায়াল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক এবারে আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রাজিল। আর গত দু’বারের মতো এবারের আসরেও সবচেয়ে বড় তারকা খ্যাতি নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন শীর্ষ এ স্প্রিন্টার।

বোল্ট এখন পর্যন্ত অংশগ্রহণ করা অলিম্পিকের কোনো ইভেন্টে স্বর্ণ ছাড়া ফেরত আসেননি। বেইজিংয়ে সর্বপ্রথম ২০০৮ সালে নিজের প্রিয় ইভেন্ট ১০০ মিটার সহ ২০০ ও ৪০০ মিটার রিলেতে স্বর্ণ জেতেন। আর পরেরবার লন্ডন অলিম্পিকেও তিনটি ইভেন্টে স্বর্ণ জেতেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।