ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

খেলা

শ্রীলঙ্কায় তৃতীয় অবস্থানে বাংলাদেশের শাকিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, আগস্ট ৪, ২০১৬
শ্রীলঙ্কায় তৃতীয় অবস্থানে বাংলাদেশের শাকিল

ঢাকা: শ্রীলঙ্কার ওয়াসকাদুভা শহরে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আবু সুফিয়ান শাকিল। সপ্তম রাউন্ডের খেলা শেষে তৃতীয় অবস্থানে রয়েছেন তিনি।

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ডের খেলা শেষে গোল্ডেন স্পের্টিং ক্লাবের এই আন্তর্জাতিক মাস্টার ৭ খেলায় ৫ পয়েন্ট অর্জন করে ১৬ জনের সাথে তৃতীয় অবস্থানে রয়েছেন।

সপ্তম রাউন্ডের খেলায় (বৃহস্পতিবার, ০৪ আগস্ট) শাকিল ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার কিরণ মনিষা মোহন্তির সাথে ড্র করেন। এর আগে গতকাল (বুধবার) বিকালে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডে শাকিল শ্রীলংকার প্রিয়িনকারা চামিলকে পরাজিত করেন।

এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি শাকিলকে এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য পৃষ্ঠপোষকতা করছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।