ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

খেলা

জুনিয়র দাবায় শীর্ষে ফাহাদ-সিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, সেপ্টেম্বর ২, ২০১৬
জুনিয়র দাবায় শীর্ষে ফাহাদ-সিয়াম

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৬তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) ওপেন ও বালিকা দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর পঞ্চম রাউন্ডের খেলা শেষ হয়েছে।

পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন পাবনার ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ও মাহিন্দ্রা কমভিবারের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) দাবা কক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় সিয়াম কালো ঘুটি নিয়ে স্বর্নাভো চৌধুরীর বিপক্ষে ফ্রেন্স ডিফেন্স অবলম্বন করে খেলে ২৮ চালে জয়ী হন।

অন্যদিকে ফাহাদ রহমান সাদা ঘুটি নিয়ে জয়পুরহাটের মোঃ আবু জাফর সিদ্দিকের সাথে ওপেনিং এ খেলা আরম্ভ করেন এবং ২২ চালে জয়ী হন।

শনিবার (০৩ সেপ্টেম্বর) ষষ্ঠ রাউন্ডের খেলায় সিয়াম ও ফাহাদ পরস্পরের মোকাবেলা করবেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।