ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

খেলা

জাতীয় জুনিয়র দাবায় শীর্ষে ফাহাদ-সিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, সেপ্টেম্বর ৪, ২০১৬
জাতীয় জুনিয়র দাবায় শীর্ষে ফাহাদ-সিয়াম

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৬তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) ওপেন ও বালিকা দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর সপ্তম রাউন্ডের খেলা শেষ হয়েছে।

৬.৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন পাবনার ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ও মাহিন্দ্রা কমভিবারের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

রোববার (০৪ সেপ্টেম্বর) দাবা কক্ষে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় সিয়াম ও নাটোরের কৌশিক চৌধুরিকে ফেঞ্চ ডিফেন্স একঞ্চেজ ভেরিয়েশন ধারার খেলে ৩২ চালে পরাজিত করেন। এদিকে, ফাহাদ রহমান সিরাজগঞ্জের নাঈম হককে ইংলিশ ওপেনিং খেলে ৪৯ চালে পরাজিত করেন।

৫.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ঢাকার আবদুল্লা আল রাইসন, ওয়ালিজা আহমেদ ও স্বরনাবো চৌধুরি।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।