ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

খেলা

উন্মুক্ত সাঁতারে অংশ নিতে ভারতে বাংলাদেশ দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, সেপ্টেম্বর ১৬, ২০১৬
উন্মুক্ত সাঁতারে অংশ নিতে ভারতে বাংলাদেশ দল

বেনাপোল (যশোর): ভারতের মুর্শিদাবাদে ৭৩তম বিশ্ব লিজেন্ট জাতীয় উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে দলটি ভারতে প্রবেশ করে।

 

জানা যায়, ১৮ জনের প্রতিনিধি দলে ৬ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে দলের টিম লিডার নিয়াজ আলী, কোচ কাজী মনিরুল ইসলাম ও ম্যানেজার মিঃ দাস রয়েছেন। সাঁতার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর। প্রতিযোগিতা শেষে ২১ সেপ্টেম্বর দলটি পুনরায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ১৬ সেপ্টেস্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।