ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

১০ দলের অংশগ্রহণে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
১০ দলের অংশগ্রহণে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (০৫ ডিসেম্বর) সকালে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ‘ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (০৫ ডিসেম্বর) সকালে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।

ওয়ালটন গ্রুপের স্পোর্টস ও ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফ, এম, ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দাবা লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও দাবা লিগ কমিটির চেয়ারম্যান গাজী সাইফুল তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও লিগ কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান মল্লিক দিপু, ও কার্যনির্বাহী সদস্য জাকির আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

এবারের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে ১২টি দলের মধ্যে শেষ পর্যন্ত ১০টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দল সমূহের নাম্বার ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম অংশগ্রহণকারী দলসমূহের নাম্বার ড্র করেন।

ড্র অনুযায়ী দলগুলো হলোঃ ১। সাইফ স্পোর্টিং ক্লাব (মীর চেস ক্লাবের পরিবর্তে), ২। মাসুদ স্পোর্টস চেস ক্লাব, ৩। সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, ৪। গোল্ডেন স্পোর্টিং ক্লাব, ৫। সুলতানা কামাল স্মৃতি পাঠাগার, ৭। লিওনাইন চেস ক্লাব, ৭। তিতাস ক্লাব, ৮। শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, ৯। বাংলাদেশ নৌবাহিনী দাবা দল, (নারায়ণগঞ্জের প্রিতম প্রিজমের পরিবর্তে), ১০। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব।

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল অংশ নিচ্ছে না। দাবা লিগের খেলা আগামীকাল (মঙ্গলবার) বেলা ৩-০০ টা হতে জাতীয় ক্রীড়া পরিষদের এন.এস.সি টাওয়ারে শুরু হবে।  

দেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান রাশিয়ার গ্র্যান্ড মাস্টার বরিশ ক্রচেভ ও তাজিকিস্তানের গ্র্যান্ড মাস্টার আমোনেটভ ফারুক, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের পক্ষে এবং চিনের গ্র্যান্ড মাস্টার বু জিয়াংঝি, রাশিয়ার গ্র্যান্ড মাস্টার গোগানভ, দেশের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ০৫ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।