ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্রিকেট উন্মাদনায় ভাসছে রাজশাহী

শরীফ সুমন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
ক্রিকেট উন্মাদনায় ভাসছে রাজশাহী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানী ঢাকার মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ’র (বিপিএল) চতুর্থ আসরের ফাইনাল ম্যাচ। এতে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জয়ের লক্ষ্যে ব্যাট করছে রাজশাহী কিংস।

রাজশাহী: রাজধানী ঢাকার মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ’র (বিপিএল) চতুর্থ আসরের ফাইনাল ম্যাচ। এতে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জয়ের লক্ষ্যে ব্যাট করছে রাজশাহী কিংস।

জয় পেলে রাজশাহীর ঘরে উঠবে প্রথম বিপিএল শিরোপা। তাই ম্যাচের উন্মাদনা ছড়িয়ে পড়েছে রাজশাহী জুড়েও।

গোধূলী লগ্ন পেরিয়ে সূর্য অস্ত যাওয়ার পর রাজশাহীর প্রতিটি সড়কই পরিণত হয়েছে খোলা স্টেডিয়ামে।

পেছন থেকে সমর্থন যুগিয়ে প্রাণের দলটির হাতে শিরোপা তুলে দেওয়ার কোনো চেষ্টাই যেনো হাতছাড়া করতে চান না রাজশাহীর ক্রীড়ামোদীরা। প্রথমবার অংশ নিয়ে সেরাদের তালিকায় উঠে আসা এ দলটিকে এবার যেনো বাড়তি শক্তি যুগিয়েছেন ক্রিকেট পাগল রাজশাহীর এ দর্শকরাই।
 
দূরে বসে টেলিভিশনে খেলা দেখে প্রতিপক্ষের উইকেট পতন আর নিজ দলের বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠছেন রাজশাহী কিংসের সমর্থকরা। মুর্হুমুহূ স্লোগান আর নিনাদ উঠছে ‘রাজশাহী কিংস, রাজশাহী কিংস’। বেজে উঠছে ভুভুজেলা, ঢোল আর বিউগল। সড়ক মোহনাগুলো যেনো লোকে-লোকারণ্য হয়ে পড়েছে।
 
ঘড়ির কাঁটায় তখন রাত পৌনে ৯টা। রাজশাহী চেম্বার ভবনের সামনে অলোকার মোড় যেন জনসমুদ্র। খেলায় জয়ের হাতছানিতে রাজশাহী ক্রিকেট দর্শকদের মনে তখন আনন্দের ঢেউ।

আবার তেমনি কাছে গিয়ে জয় ফসকে যাওয়ারও আশঙ্কা। এরপরও হৈচৈ আর স্লোগানে যেন চলছিল নিজ দলের, নিজের ছেলেদের খেলায় সবাইকে মাতিয়ে রাখার প্রাণপণ চেষ্টা।  

ক্রিকেটপ্রেমী সবুজ, শাহীন, আরিফ ও ফরহাদ জানালেন- জিতুক আর হারুক  ‘আমরা রাজশাহী কিংস’।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এসএস/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।