সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাকেলআপ লি: এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ইয়ামিন রহিম প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
বিকেএসপি কাপের মূল উদ্দেশ্য হচ্ছে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং এ প্রতিযোগিতা থেকে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের বিকেএসপি’র দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে আওতায় নিয়ে আসা।
তায়কোয়ানডো বিভাগে ৮টি ও কারাতে বিভাগে ৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা।
তায়কোয়ানডো বিভাগে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, ব্লাকবেল্ট একাডেমি, ঢাকা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা ও বিকেএসপি।
অপরদিকে কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা; বিকেএসইউ, ঢাকা; মিরপুর কারাতে একাডেমি, ঢাকা; আরিয়ান কারাতে একাডেমি, ঢাকা; কোয়ো ডো কারাতে কাউন্সিল, ঢাকা; ক্যান্টঃ কারাতে একাডেমি ও বিকেএসপি।
১৪টি দলের সর্বমোট ৯৯ জন প্রতিযোগী অংশ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। মঙ্গলবার প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি