মঙ্গলবাল (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পল্টন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ওয়ারী ক্লাব (২৫-১৭, ২৫-২২, ২৩-২৫ ও ২৫-১৫) ৩-১ সেটে শাহবাগ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (২৫-১১ ও ২৫-১৫) ২-০ সেটে হারিয়ে তৃতীয় হয় স্পার্কলিং এন্ড্রেমিডা ক্লাব।
এবারের প্রতিযোগিতায় বিচারকদের রায়ে সেরা ডিফেন্ডার হন শাহবাগ স্পোর্টিং ক্লাবের সোহেলী, সেরা অ্যাটাকার হন ওয়ারী ক্লাবের কেয়া ও সেরা সেটার হন একই ক্লাবের ময়ুরী। এ তিন জন ক্রেস্ট ও অর্থ পুরস্কার পান। এছাড়া, চ্যাম্পিয়ন, রানার্স আপ, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দলকে ট্রফি, মেডেল, সনদপত্র ও ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ রাজীব উদ্দিন আহমেদ চপল। এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো: আলমগীর ফিরোজ, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিওএ’র উপমহাসচিব আশিকুর রহমান মিকু, সহ-সভাপতি তাবিউর রহমান পালোয়ান, মোস্তফা কামাল।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ, পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদশা ও মহিলা ভলিবল কমিটির সেক্রেটারী নিবেদিতা দাসসহ অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভলিবল মহিলা কমিটির সভাপতি ও পুলিশ সুপার (সিআইডি) সৈয়দা জান্নাত আরা।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি