পাঁচ দিনব্যাপী এ চ্যাম্পিয়নশিপ শেষ হবে আগামী বৃহস্পতিবার (৯ মার্চ)।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বাংলাদেশ আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান।
এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার, ঢাকা কমার্স কলেজ, মিরপুর ক্লাব, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা। সাতটি দল থেকে ছেলে ও মেয়েসহ মোট দুইশত খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যদিয়ে দেশের খেলাধুলায় আত্মপ্রকাশ করলো বিজিবির মহিলা ফেন্সিং খেলোয়াড়রা। বিভিন্ন ডিসিপ্লিনে বিজিবির পুরুষ খেলোয়াড় দল অংশ নিলেও ছিল না বিজিবির কোনো মহিলা টিম। এবার ফেন্সিং প্রতিযোগিতার মাধ্যমে খেলাধুলায় যুক্ত হলো বিজিবির মহিলা খেলোয়াড়রা।
বিজিবি মহিলা দলের সদস্যরা হলেন: জাহানারা আকতার, জাকিয়া সুলতানা, খাদিজা আক্তার নুপুর ও কানিজ ফাতেমা।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মহিলা সেভার একক ক্যাটাগরির প্রথম রাউন্ডের খেলা শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৭
এমআরপি