ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কাতারে এশিয়া রাগবিতে ১০ম বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
কাতারে এশিয়া রাগবিতে ১০ম বাংলাদেশ ছবি: সংগৃহীত

কাতারের দোহাতে হয়ে গেল দুই দিনব্যাপী এশিয়া রাগবি সেভেন ট্রফি টুর্নামেন্ট-২০১৭। উক্ত প্রতিযোগিতায় ১০ম হয়েছে বাংলাদেশ রাগবি দল।

এশিয়া রাগবি ইউনিয়ন এর ব্যবস্থাপনায় ও কাতার রাগবি ইউনিয়ন আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৪টি গ্রুপে বাংলাদেশসহ মোট ১১টি দেশ অংশগ্রহণ করে।

বাংলাদেশ গ্রুপে অপর দুটি দেশ ছিল ইরান ও থাইল্যান্ড।

গত ৩ মার্চ  বিকেলে বাংলাদেশ দল প্রথম মুখোমুখি হয় শক্তিশালী ইরানের বিপক্ষে। সে খেলায় বাংলাদেশ দল হারে ৩৩-৫ পয়েন্টে।  এরপর একই দিনে সন্ধ্যায় বাংলাদেশ দল খেলতে নামে থাইল্যান্ডের বিপক্ষে। সে ম্যাচে বাংলাদেশ পরাজিত হয় ২৯-০ পয়েন্টে। প্রতিযোগিতার শেষ দিনে বাংলাদেশ দল ৯, ১০ ও ১১তম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামে। স্থান নির্ধারণী প্রথম ম্যাচে বাংলাদেশ দল ৫২-০ পয়েন্টের বিশাল  ব্যবধানে পরাজিত করে নেপালকে।

এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল ২৪-৭ পয়েন্টে হারে জর্ডানের কাছে। এই পরাজয়ের ফলে বাংলাদেশ দল প্রতিযোগিতায় ১০ম হয়।

বাংলাদেশ দল আগামীকাল সোমবার (৬ মার্চ) সকালে কাতারের দোহা থেকে দেশে ফিরবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফিলিপাইন ও রানার্স আপ হয়েছে থাইল্যান্ড।

দোহা এশিয়া রাগবি সেভেন ট্রফি টুর্নামেন্টে বাংলাদেশ দলের ফলাফল প্রসঙ্গে বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী জানান, ‘আমরা এত বড় কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১১ দলের মধ্যে ১০ম হয়েছি। আমি বললো এটা ভালো রেজাল্ট। কারণ এই প্রতিযোগিতায় এশিয়ার অনেক শক্তিশালী রাগবি দল অংশগ্রহণ করেছিল। আমরা দেশি কোচের অধীনে দলের অনুশীলন করেছি। ঐ সব দেশের তুলনায় বাংলাদেশ নবীন রাগবি দল নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো একটা অভিজ্ঞতা অর্জন করেছে। এ অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে ভালো করতে সহায়তা করবে। ’

বাংলাদেশ রাগবি দল ২০১৬ সালে প্রথম চেন্নাইয়ে ডেভেলপমেন্ট এশিয়া রাগবি টুর্নামেন্টে অংশ নিয়ে সিরিয়া ও ইন্দোনেশিয়াকে হারিয়ে ১২ দেশের মধ্যে ৮ম হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।