ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

খেলা

হবিগঞ্জে কাবাডি টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, এপ্রিল ২, ২০১৭
হবিগঞ্জে কাবাডি টুর্নামেন্ট শুরু হবিগঞ্জে কাবাডি টুর্নামেন্ট শুরু

হবিগঞ্জ: হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার (২ এপ্রিল) সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় সুরমা জোনের ৮টি জেলাকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়।

উদ্বোধনী দিনে সিলেট ৪৪-১৭ পয়েন্টে নরসিংদী জেলাকে, হবিগঞ্জ জেলা ৩৮-৩৪ পয়েন্টে চাঁদপুর জেলাকে, মৌলভীবাজার ৩২-১৩ পয়েন্টে সুনামগঞ্জ জেলাকে এবং কুমিল্লা জেলা ৩৩-১৪ পয়েন্টে বি-বাড়ীয়া জেলাকে পরাজিত করে।

এর আগে রোববার সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।

অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, কাবাডি ফেডারেশনের সদস্য জহিরুল ইসলাম ও স্বপন আহমদ প্রমুখ।

মঙ্গলবার (৪ এপ্রিল) প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।