সোমবার বিকেল ৪টায় সুগন্ধা পয়েন্টে দুই বিভাগে ফাইনাল ম্যাচ শেষে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
৪ দিন ব্যাপী এই আসরটি ৩১ মার্চ ৯টি পুরুষ দল ও ১০টি মহিলা দলের অংশগ্রহণে শুরু হয়।
অপরদিকে মহিলাদের প্রথম সেমিতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ২-০ সেটে নবজাগরণীকে হারিয়ে ফাইনালে উঠেছে।
দ্বিতীয় সেমিতে পুরুষ বিভাগে বাংলাদেশ নৌ বাহিনী ২-০ সেটে বাংলাদেশ জেল দলকে হারিয়ে ফাইনালে এসেছে। আর মহিলা বিভাগে আনসার ও ভিডিপি ২-১ সেটে চট্টগ্রাম মোহামেডানকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালের আগে আগামীকাল সকাল সাড়ে ৮টায় ৩য় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে মহিলা বিভাগে নবজাগরণী ও চট্টগ্রাম মোহামেডান এবং পুরুষ বিভাগে বাংলাদেশ জেল ও বাংলাদেশ পুলিশ দল।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি