বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সৈয়দপুর রেলওয়ে মাঠে ওই ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় রাজশাহী রেলওয়ে বিভাগীয় দল স্বাগতিক রেলওয়ে সৈয়দপুর বিভাগীয় দলকে ২-০ সেটে পরাজিত করে।
প্রতিযোগিতায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর মহাব্যবস্থাপক মো. খায়রুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো: ইফতিখার হোসেন। বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা সভাপতি ও সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই-খুদা ট্রফি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ট্রফি বিতরণ অনুষ্ঠানে সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য-ব্যবস্থাপক (ডাব্লুএম) প্রকৌশলী মো: আমিনুল হাসান, বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ও বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী মুহাম্মদ শফিকুর রহমান, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভিন্নস্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ, সাংবদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় এ আন্তঃবিভাগীয় লীগ ভলিবল প্রতিযোগিতায় রেলওয়ের স্বাগতিক সৈয়দপুর, রাজশাহী, পাকশী ও লালমনিরহাট বিভাগীয় দল অংশ অংশ নেয়।
ভলিবল প্রতিযেগিতার সবগুলো খেলা পরিচালনা করেন রেফারী মো: মোরশেদ-উল- আলম। খেলার ধারাভাষ্যকার ছিলেন দিনাজপুরের পার্বতীপুরের মো: খোরশেদ রায়হান। প্রতিযোগিতার প্রতিটি খেলা রেলওয়ে শহর সৈয়দপুরের সর্বস্তরের বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৭
এমআরপি