ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা আগামীকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন জাতীয় প্রতিবন্ধবী ক্রীড়া সমিতির প্রধান উপদেষ্টা ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
ঢাকা শহরের ২৪টি সংস্থার ৩ শতাধিক বিশেষ শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ১৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে জার্সি ও ক্যাপ দেওয়া হয়েছে। উদ্বোধনী দিনে বেশ কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি) ২০০০ সাল থেকে সব ধরনের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে। বছরে বেশ কয়েকবার তাদের নিয়ে ক্রীড়া উৎসবের আয়োজন করে। নানারকম ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে প্রতিবন্ধীদের দক্ষ করে গড়ে তোলার চেষ্টা এবং তাদেরকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ১৫ মে ২০১৭
এমআরপি