পাঁচ খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে তিন পয়েন্ট করে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ও আনিসুজ্জামান জুয়েল আড়াই পয়েন্ট করে, মোঃ জামাল উদ্দিন ও মিজানুর রহমান ২ পয়েন্ট করে, মোহাম্মদ সিরাজুল কবীর, শাহনাজ মোহাম্মদ ফারুক ও মনোন রেজা নীড় দেড় পয়েন্ট করে ও মোঃ রাজু আহমেদ, সাদনান হাসান দিহান ও কমুদিনি নার্গিস এক পয়েন্ট করে অর্জন করেছেন।
সোমবার (২৯ মে) অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় জিয়া ভারতের গ্র্যান্ড মাস্টার আরআর লক্ষনের সাথে ড্র করেন।
এছাড়া, জুয়েল ভারতের প্রিয়ামভাদা কারামচিটির সাথে, জামাল ভারতের সায়ন্তন চান্দ্রার সাথে, শাহনাজ ভারতের তৃষ্ণা কানাইয়ামারালার সাথে ও নীড় ভারতের বিনয় ক্রত কটির সাথে ড্র করেন।
সিরাজ ভারতের আরিয়ান বারসিনির কাছে, মিজান ভারতের পটনায়েক শ্রেষ শুভমের কাছে, দিহান ভারতের কৃতিজ্ঞার কাছে, রাজু ভারতের চেলা নাগা সম্পদের কাছে, নার্গিস ভারতের জেয়েল অর্থবার কাছে ও হাসান ভারতের হরি চান্দ্রানের কাছে হেরে যান।
এর আগে গতকাল (রোববার) অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার চক্রবর্তী রেড্ডিকে, রিফাত ভারতের আরন্যক ঘোষকে ও নিয়াজ ভারতের সোলোনিকা সাইনাকে পরাজিত করেন। ফাহাদ ভারতের সিদ্ধান্ত মাহপাত্রার কাছে ও জুয়েল ভারতের মিত্রভা গুহর কাছে হেরে যান।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২৯ মে ২০১৭
এমআরপি