গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার পাঁচ পয়েন্ট নিয়ে অন্য ১৮ জন খেলোয়াড়ের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
৭ খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাড়ে চার পয়েন্ট, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ পয়েন্ট, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান সাড়ে তিন পয়েন্ট করে, আনিসুজ্জামান জুয়েল ও মিজানুর রহমান ৩ পয়েন্ট করে, মোহাম্মদ সিরাজুল কবীর, মোঃ জামাল উদ্দিন ও শাহনাজ মোহাম্মদ ফারুক ২ পয়েন্ট করে, মোহাম্মদ হাসান, সাদনান হাসান দিহান ও মনোন রেজা নীড় দেড় পয়েন্ট করে, মোঃ রাজু আহমেদ ও কমুদিনি নার্গিস ১ পয়েন্ট করে পেয়েছেন।
সপ্তম রাউন্ডের খেলায় জিয়া ভারতের গ্র্যান্ড মাস্টার দেবাশিষ দাসের সাথে ড্র করেন। নিয়াজ ভারতের ভারত কল্যাণকে, মিজান ভারতের অভিনব চন্দ্র কোদালিকে ও হাসান নার্গিসকে পরাজিত করেন। শাহনাজ ভারতের দ্রুপদ কাসিয়াপের সাথে ড্র করেন।
এছাড়া, রিফাত ভারতের নাভালগুন্ড নিরঞ্জনের কাছে, ফাহাদ ভারতের ফিদে মাস্টার ভি এস রতনভেলের কাছে, ইমন ভারতের সোহাম দাতারের কাছে, জুয়েল ভারতের আন্তর্জাতিক মাস্টার রত্মাকরণের কাছে, জামাল ভারতের আরিয়ান রঞ্জনের কাছে, সিরাজ ভারতের তৃষা কানিয়ামারালার কাছে, নীড় ভারতের নয়াচন্দ্রা শ্রীনিভাসনের কাছে, দিহান ভারতের দিব্যা লক্ষীর কাছে ও রাজু ভারতের নাসির আলী সৈয়দের কাছে হেরে যান।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ৩১ মে ২০১৭
এমআরপি