ওই প্রথম ওই শেষ। এরপর আর দলটির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি টাইগাররা।
তবে অজিদের বিপক্ষে একমাত্র জয়ের সেই স্মৃতি আর রোমন্থন করতে চাইছেন না টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অজিদের বিপক্ষে চাইছেন নতুন করে সব কিছু করতে।
তাছাড়া নিজেদের দ্বিতীয় ম্যাচে অজিদের বিপক্ষে সেরা খেলাটি খেলতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের এই দলপতি, ‘আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে যথেষ্টেই আত্মবিশ্বাসী এবং জয় পেতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটিই করবো। আমরা নিশ্চিত যে অস্ট্রেলিয়া তাদের সেরা দলটিই নিয়ে মাঠে নামবে। ’
রোববার (৪ জুন) কেনিংটন ওভালে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ইংল্যান্ডের বিপক্ষে টাইগার সেরা একাদশে আটজন ব্যাটসম্যান দেখা গিয়েছিল। তাই এদিনের সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে জানতে চাওয়া হয় এই ম্যাচেও আটজন ব্যাটসম্যান খেলছে কী না? মাশরাফি জানান, ‘একটি বিষয় আমাদের কাছে পরিস্কার আর সেটা হলো, আমাদের ৩০০ এর উপরে রান করতে হবে। তাই আপাতত এই বিষয়টি নিয়েই ভাবছি। ’
সংবাদ সম্মেলেনে বাদ গেল না গত রাতে লন্ডন ব্রিজে বোমা হামলার বিষয়টিও। টাইগার অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, তিনি তখন কি করছিলেন? কিছুটা নিরুত্তাপ কণ্ঠে ম্যাশ জানালেন, ‘আমরা ওই সময় হোটেলেই ছিলাম। এরপর প্রশ্নকর্তাকে উদ্দেশ্য করে বললেন, দেখেন, এটা নতুন কিছু না। সারা বিশ্বেই এমন ঘটনা ঘটছে। ’
স্থানীয় সময়: ১৪৩৮ ঘণ্টা, ৪ জুন ২০১৭
এইচএল/এমআরপি